রাজস্থানের কোটায় ফের আত্মহত্যা করলেন এক ছাত্র। সূত্রের খবর সোমবার নিট পরীক্ষার্থী অঙ্কুশ মেনা আত্মহত্যা করেন। পুলিশের দাবি লেখা পড়ার বা পারিবারিক কোন প্রত্যাশার চাপে সে এই ঘটনা ঘটায়নি। ব্যাক্তিগত কারণে তিনি আত্মহত্যা করেছেন। গোটা বিষয়ের তদন্ত ইতিমধ্যে পুলিশ শুরু করেছে।
রাজস্থানের শিক্ষামন্ত্রী মদল দিলাওয়ারের দাবি প্রেম ঘটিত কারণের জেরে এই আত্মতহ্যা।
এর আগে একাধিক বার কোটায় ছাত্র আত্মহত্যার খবর সামনে এসেছে। জাতীয় স্তরে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারির প্রবেশিকায় যোগ্য হওয়ার জন্য কোটা বিখ্যাত ‘কোচিং সেন্টার’-র জন্য। চাপের সঙ্গে পাল্লা দিতে না পেরে আত্মঘাতী হচ্ছে একের পর এক কিশোর-কিশোরী। কিন্তু এই চক্র চলছেই। শিক্ষার বাণিজ্যিকীকরণ আর মুনাফার চাপে নিয়ম করে শেষ হচ্ছে তাজা প্রাণ।
KOTA
কোটায় ফের নিট পড়ুয়ার আত্মহত্যা
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24042/67ab044640f56_sui.jpg)
×
Comments :0