NETHARLANDS MARCH INTO QUARTERS

জমজমাট ম্যাচে জিতে কোয়ার্টারে নেদারল্যান্ডস

খেলা

FIFA WORLD CUP 2022 WORLD CUP NETHARLANDS USA FOOTBALL শেষ ষোলো নিশ্চিত হল ডাচদের

খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচ এবং একাধিক ক্লাইম্যাক্স। কিন্তু শেষ হাসি হাসল ডাচরাই। যদিও ম্যাচের শুরুতেই চমক দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন স্ট্রাইকার পালিসিচ প্রায় গোল করেই ফেলেছিলেন। কিন্তু দুরন্ত সেভ করেন ডাচ গোলরক্ষক নোপার্ট। 

খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচ এবং একাধিক ক্লাইম্যাক্স। কিন্তু শেষ হাসি হাসল ডাচরাই। যদিও ম্যাচের শুরুতেই চমক দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন স্ট্রাইকার পালিসিচ প্রায় গোল করেই ফেলেছিলেন। কিন্তু দুরন্ত সেভ করেন ডাচ গোলরক্ষক নোপার্ট।

 

ম্যাচের ঠিক ১০ মিনিটের মাথায় ডামফ্রিসের ফাইনাল মাইনাস থেকে জোরালো শটে গোল করেন ডিপে। নেদারল্যান্ডস এগিয়ে যায় ১-০ ব্যাবধানে। সবথেকে বড় বিষয় হল যে, ওয়ান টাচ এবং টোটাল ফুটবলের নিদর্শন ছিল এই গোল। সেন্টার সার্কেলের নীচ থেকে মোট ছটি পাস খেলে সবশেষে ডামফ্রিসের বাড়ানো সেই বিষাক্ত মাইনাস থেকে গোল করেন মেম্ফেসিস ডিপে। এই গোলের পরেই ম্যাচের রাশ অনেকটা হাতে পেয়ে যায় নেদারল্যান্ডস। 

অ্যাটাক এবং পাল্টা অ্যাটাকে ম্যাচ বেশ ভালোই জমেছিল। ঠিক ৪৩ মিনিটের মাথায় মার্কিন স্ট্রাইকার স্কাডসের আক্রমণ প্রতিহত করেন ডাচ গোলরক্ষক নোপার্ট। তিনকাঠির নিচে তিনি বেশ সপ্রতিভ ছিলেন। প্রথমার্ধের অতিরক্ত সময়ের ৪৬ মিনিটে উইংব্যাকের পাস থেকে সেকেণ্ড পোস্ট টার্গেট করে শট এবং গোল করলেন ব্লাইণ্ড। আবারও মার্কিন ডিফেন্সকে চূর্ণ করে গোল ডাচ ব্রিগেডের এবং নেদারল্যান্ডস এগিয়ে গেল ২-০ ব্যাবধানে। প্রথমার্ধ শেষে ফলাফল থাকে ২-০। 

ম্যাচের ৬১ মিনিটে ডিপের গোলমুখী শট বাঁচান মার্কিন গোলরক্ষক টার্নার। ম্যাচের ৭২ মিনিটে ব্যাক টু ব্যাক সেভ করেন মার্কিন গোলরক্ষক টার্নার। পাল্টা অ্যাটাকে আসে আমেরিকা এবং ৭৫ মিনিটের মাথায় পালসিচের পাস থেকে গোল করেন মার্কিন স্ট্রাইকার এইচ রাইট। ফলাফল ২-১। ঠিক দ্বিতীয়ার্ধের শেষ কোয়ার্টারে আক্রমণ আরও জোরালো হয় দুই দলের। ম্যাচের বয়স তখন ৮১ মিনিট, আবারও যেন রুপকথার রচনা লিখল অরেঞ্জ আর্মি। ফ্লাডলাইটের সবুজ গালিচায় দ্যা আল্টিমেটফুটবলের নজির গড়লেন তারা। ব্লাইণ্ডের পাস থেকে ডামফ্রিসের গোল এবং একেবারে আনমার্কড অবস্থায়। খেলার ফলাফল তখন ৩-১। শেষদিকে দুই দলের কোচই কিছু পরিবর্তন করেন এবং আক্রমণ ও প্রতিআক্রমণ হলেও ম্যাচের ফলাফলের কোনো পরিবর্তন হয়নি। শেষপর্যন্ত ৩-১ গোলের ব্যাবধানে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ডাচ ব্রিগেড। ম্যাচের সেরা নির্বাচিত হন ডেনজেল ডামফ্রিস।

Comments :0

Login to leave a comment