UKRAINE RUSSIA CONFLICT

বেলারুশ সীমান্তে অশান্তির আশঙ্কা

আন্তর্জাতিক

UKRAINE RUSSIA BELARUS BENGALI NEWS

বেলারুশ সীমান্তে ১ লক্ষ ২০ হাজারের বেশি সৈনিক মোতায়েন করেছে ইউক্রেন। রবিবার এমনটাই দাবি করল বেলারুশের সরকারি সংবাদসংস্থা।  কয়েক সপ্তাহ আগে সীমান্ত পেরিয়ে রাশিয়ার কার্সক প্রদেশে ঢুকে পড়ে ইউক্রেন সেনা। ৮-১০ হাজারের সেই বাহিনী রাশিয়ার ১ হাজার স্কোয়ার কিলোমিটারের বেশি ভূমি দখল করেছে বলে ইউক্রেনের দাবি। এরই মাঝে নতুন অশান্তির সম্ভাবনা তৈরি হয়েছে বেলারুশ সীমান্তে। 

বেলারুশের রাষ্ট্রপতি লুকাশেঙ্কোকে উদ্ধৃত করে সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানাচ্ছে, ‘‘ইউক্রেনের প্ররোচনার পালটা বেলারুশের সেনাবাহিনীর এক তৃতীয়াংশকে সীমান্তে মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের তরফে সামান্যতম উস্কানি দেখতে পেলেই আমরা প্রতিরোধে নামব।’’

প্রসঙ্গত, ৬ আগস্ট রাশিয়ায় ঢুকে পড়ে ইউক্রেনের সেনা। রাশিয়ার দাবি, আমেরিকা, ব্রিটেনের মত পশ্চিমী দেশগুলির সক্রিয় সহযোগিতায় এই কান্ড ঘটেছে। যদিও লন্ডন কিংবা ওয়াশিংটন ডিসি দায় অস্বীকার করেছে। রাশিয়ার মাটিতে ইউক্রেনের অগ্রগতি শ্লথ হয়ে এলেও, এখনও হানাদারদের সীমান্তের বাইরে বের করে দিতে পারেনি মস্কো। ইউক্রেনের দাবি, কার্সক প্রদেশের সুডজা শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে তাঁরা। যদিও রাশিয়ার দাবি, সুডজায় এখনও রুশ সেনা প্রতিরোধ চালাচ্ছে। 

এরই মাঝে রাশিয়ার তরফে অভিযোগ করা হয়েছে, কার্সক এবং রুশ অধিকৃত ইউক্রেনের ঝাপোরোঝিয়া পরমাণু কেন্দ্রে নাশকতামূলক আক্রমণ চালাতে পারে ইউক্রেন। এই ক্ষেত্রেও পশ্চিমী শক্তিগুলির মদত রয়েছে। মস্কো জানিয়েছে, ঝাপোরোঝিয়ার পরমাণু চুল্লির কাছে ইউক্রেন দায়িত্বজ্ঞানহীন ভাবে ড্রোন হামলা চালিয়েছে। এরফলে সঙ্কট তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। 

রুশ-ইউক্রেন যুদ্ধের একেবারে গোড়ায় এই চুল্লির দখল নিয়েছিল রাশিয়া। তারপর থেকে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পরমাণু উস্কানি ছড়ানোর অভিযোগ তুলেছে। কিন্তু সাম্প্রতিক সময়ের মত এক তীব্রতা পায়নি অভিযোগগুলি। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র তরফেও সতর্কতা নেওয়ার আবেদন করা হয়েছে। 

Comments :0

Login to leave a comment