ধনখড়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। অভিযোগ ১৪ দিনের নোটিশ না দিয়ে উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী সাংসদরা। নিয়ম অনুযায়ী অনাস্থা প্রস্তাব আনার পর ১৪ দিন সময় দিতে হবে। কিন্তু ইন্ডিয়া সাংসদরা যেই সময় এই অনাস্থা প্রস্তাব এনেছে ততদিন ওই সময়সীমা পুরন হচ্ছে না। ডেপুটি চেয়ারম্যান আরও জানিয়েছেন যে নোটিশে ধনখড়ের নাম সঠিক ভাবে উচ্চারিত করা হয়নি।
গত ১০ ডিসেম্বর ৫০ জনের বেশি বিরোধী সাংসদের সই করা অনাস্থা প্রস্তাব রাজ্যসভার সচিবালয় জমা করা হয়। ধনখড়ের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচোড়ন নিয়ে বার বার সরব হয়েছেন বিরোধীরা। একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ডও করেছেন তিনি অতীতে। তার ওই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে।
Comments :0