SUPER CUP

সুপার কাপ জিতল ওডিশা এফসি।

খেলা

ISL  BENGALURU CHENNAI ODISHA SUPER CUPINDIAN FOOTBALL BENGALI NEWS

প্রথমবার সুপার কাপ জিতে ইতিহাসে সৃষ্টি করল ওডিশা এফসি। মঙ্গলবার কোঝিকোড়ের ইএমএস স্টেডিয়ামের সন্ধ্যায় হিরো সুপার কাপ ২০২৩-এর ফাইনালে বেঙ্গালুরু এফসিকে ১-২ গোলে পরাজিত করে তারা। ওডিশা এফসি’র কোচ ক্লিফোর্ড মিরান্ডাও ইতিহাস গড়েছেন, হিরো সুপার কাপ জেতা প্রথম ভারতীয় কোচ তিনিই।


খেলার প্রথমার্ধে ব্রাজিলিয়ান ডিয়েগো মাউরিসিও ওডিশা এফসি’র হয়ে দুটি গোলই করেছন। খেলার শেষ প্রান্তে ৮৪ মিনিটের মাথায় সুনীল ছেত্রি পেনাল্টি থেকে গোল করে বেঙ্গালুরু এফসি’র জন্য ব্যবধান কমালেও দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হন। 

বেঙ্গালুরু এফসি, চলতি মৌসুমের তাদের তৃতীয় ফাইনাল খেলতে নামে এদিন। বেঙ্গালুরু প্রতিপক্ষের অর্ধে বল দখলে রাখলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেঙ্গালুরুর মত অভিজ্ঞ প্রতিপক্ষের বিরুদ্ধে, ওডিশা প্রথমার্ধে ডিয়েগো মারিসিওর দুটি গোলই বেঙ্গালুরুকে খেলা থেকে একরকম ছিটকে দেয়।


ম্যাচের ২৩ মিনিটের মাথায় ডিয়েগো মাউরিসির করা গোলে এগিয়ে যায় ওডিশা এফসি। হাফ টাইমের সাত মিনিট আগে ৪০ মিনিটের মাথায় দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন।


 

Comments :0

Login to leave a comment