মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার হুমকির ঘটনায় নয়ডা থেকে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো মুম্বাই পুলিশ। গণেশ পুজোর বির্সজনের আগে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার হুমকি বার্তা আসে। হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হয়েছে যে ৪০০ কেজি আরডিএক্স নিয়ে শহরে ১৪ জন সন্ত্রাসবাদী প্রবেশ করেছে। একাধিক গাড়িতে সেই আরডিএক্স ছড়িয়ে দেওয়া হয়েছে বলে হুমকিতে বলা হয়েছে। ইতিমধ্যে মুম্বাই পুলিশের পক্ষ থেকে গোটা শহর জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার মুম্বাই ট্র্যাফিক পুলিশের কাছে এই হুমকি বার্তা আসে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-জিহাদীর নাম করে এই হুমকি এসেছে। ৩৪টি গাড়িতে আরডিএক্স রয়েছে বলে সন্ত্রাসবাদী গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়।
ধৃত অশ্বিনীকুমার সুরেশকুমার সুপ্রা পাটনার বাসিন্দা। স্থানীয় খবর সূত্রে নয়ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ২১ হাজার পুলিশ গোটা শহর জুড়ে মোতায়েন করা হয়েছে গণেশ পুজোর বিসর্জনের জন্য।
Mumbai
মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার হুমকি ঘটনায় ধৃত এক

×
মন্তব্যসমূহ :0