Bus Accident In Siliguri

শিলিগুড়িতে বাস দুর্ঘটনায় মৃত ১ , জখম পাঁচ

জেলা

শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির বীরষা মুন্ডা কলেজের সামনে এশিয়ান হাইওয়ে ২-তে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বেসরকারি বাস। ঘটনায় মৃত এক আহত পাঁচজন যাত্রী। তাদের অবস্থা ‌আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে সোমাবর যাত্রীবাহী বেসরকারি বাসটি শিলিগুড়ি থেকে পানিট্যাঙ্কির উদ্দেশ্যে যাচ্ছিল।দুর্ঘটনার জেরে নকশালবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

Comments :0

Login to leave a comment