গুইলিয়ান বারি সংক্রমণে প্রথম মৃত্যু ঘটলো ভারতে। বুধবার বৃহন মুম্বাই পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে নায়ার হাসপাতালে ভর্তি থাকা রোগীর মৃত্যু হয়েছে। সূত্রের খবর এই স্নায়ু রোগে মোট ১৭২ জন এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে এই রোগে এখনও পর্যন্ত মোট সাত জনের মৃত্যু।
মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ১১ ফেব্রুবারি পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭২। পুণে এবং তার আশ পাশ থেকে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ১০৪ জন রোগীকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ৫০ জন রয়েছেন হাসপাতালে, ২০ জন রয়েছে ভেন্টিলেটরে।
৬ ফেব্রুয়ারী পুণে মিউনিসিপ্যাল কর্পোরেশন পুণে শহরের সিংহ গড় গ্রামের নান্দেদ, ধায়ারি এবং বাইরের এলাকায় ৩০টি জল সরবরাহ প্ল্যান্ট সিল করে দেয়। প্রশাসন এই এলাকা গুলোকে জিবি সিনড্রোম প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করেছে।
গত ৩ ফেব্রুয়ারী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা মহারাষ্ট্রের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রীদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং জিবিএস নিয়ন্ত্রণে প্রশাসনের নেওয়া পদক্ষেপ এবং ব্যবস্থা পর্যালোচনা করেন।
Comments :0