কুম্ভে দর্শনার্থীদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ফের তোলপাড় হলো সংসদে। সংসদের দুই কক্ষেই বিরোধীরা প্রশ্নোত্তর পর্ব বাতিল করে সরকারের জবাবদিহি দাবি করেন। লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যান সেই দাবি খারিজ করে দেন।
কত দর্শনার্থী মারা গিয়েছেন তার তালিকা নেই। কতজন এখনও নিখোঁজ তার তালিকা নেই। সরকারি হিসেবে বলা হয়েছিল মৃত ৩০। কিন্তু ক্ষয়ক্ষতি কত ঘটনার তিনদিন পরও তার হিসেব দেয়নি বিজেপি সরকার।
লোকসভায় কংগ্রেসের সাংসদদের পাশাপাশি বিরোধীরা একযোগে দাবি তোলেন আলোচনার। বিরোধীরা বলেছেন মৌনী অমাবস্যায় কুম্ভস্নান নিয়ে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কেন্দ্রীয় প্রতিষ্ঠান এমনকি সংসদের সেন্ট্রাল হলেও রয়েছে প্রচার। তা’হলে কেন্দ্রীয় সরকার জবাবদিহি করবে না কেন।
রাজ্যসভায় বিরোধীরা কিছুক্ষণের জন্য ওয়াক আউটও করেন।
এর আগে বাজেটের দিন সমাজবাদী পার্টির সাংসদরা প্রতীকী কক্ষত্যাগ করেছিলেন। এদিন দলের সাংসদরা বলেন, চরম অসংবেনশীল সরকার রাজ্যে। আর কেন্দ্রের বিজেপি সরকার তাকেই মদত দিয়ে চলেছে। সমাজবাদী পার্টি সাংসদ রামগোপাল ভার্মা বলেন, কতজন নিখোঁজ তার কোনও তালিকা নেই। ঘটনার দিন ৩০ জনের মৃত্যুর সংখ্যা জানিয়েছিল উত্তর প্রদেশ সরকার। হাসপাতালে বহু মানুষ। তা’হলে ক্ষয়ক্ষতি কত? দেশের সংসদে এ প্রশ্ন তোলার অধিকার দেওয়া হচ্ছে না।
২৯ জানুয়ারি পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ‘ষড়যন্ত্র’ তত্ত্ব হাজির করেছে উত্তর প্রদেশের পুলিশ।
Kumbh Death Parliament
কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুতে তোলপাড় সংসদ
×
Comments :0