দুদিন অধিবেশন বন্ধ থাকার পর বুধবার অধিবেশন শুরু হলে ফের দফায় দফায় উত্তপ্ত হলো সংসদ। এদিন বিরোধীদের পক্ষ থেকে মণিপুর, সম্ভাল এবং ওয়াকফ বিল নিয়ে আলোচনার দাবি জানানো হয়। কিন্তু সরকার পক্ষ তা মানেনি। বিরোধীদের এবং সরকার পক্ষের মধ্যে দফায় দফায় স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিক্ষোভের জেরে এদিনের মতো লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে করে দেওয়া হয়।
বুধবার দুটি বিল আনা হয় সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় ব্যাঙ্কিং আইন সংশোধনি বিল পেশ করেন। বিলটি সমবায় ব্যাঙ্কগুলির পরিচালন সমিতির মেয়াদ পরিবর্তন করতে এবং দাবি না করা টাকার নিষ্পত্তির জন্য আইন গুলি প্রসারিত করতে বিভিন্ন ব্যাঙ্কিং আইন সংশোধন করার কথা বলা আছে। এর পাশাপাশি রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল সংশোধনি বিল ২০২৪ পেশ করেন।
এদিন কংগ্রেস সাংসদ হিবি এডিন মণিপুর নিয়ে আলোচনার দাবি জানান। জাতি হিংসাকে কেন্দ্র করে মণিপুরে যেই পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা এবং শান্তি ফেরানোর জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপের দাবিও করেন তিনি।
ওয়াকফ বোর্ডের স্ট্যান্ডিং কমিটির মেয়াদ বাড়ানোর জন্য এদিন লোকসভার অধ্যক্ষের কাছে আবেদন জানানো হয় বিরোধীদের পক্ষ থেকে।
Comments :0