সুপ্রিম কোর্টে শুনানির তারিখ বদল হচ্ছে। আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-হত্যা কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত এগিয়েছে কতদূর বোঝা যাচ্ছে না। বিচারের দাবিতে হত্যাকান্ডের ৯০ তম দিনে রাস্তায় নামল বারাকপুরও।
শনিবার বিকেলে নির্যাতিতার বাড়িতে চার সদস্যের সিবিআই প্রতিনিধিদল এসেছে। প্রায় ৩০ মিনিট নির্যাতিতার বাড়িতে থাকার পর সিবিআই’র দুই আধিকারিক বেরিয়ে আসেন।
বারাকপুরে এদিন কবিতা-নাটকে-গানে বিচারের দাবি তুলে নেমেছে জনতা। বারাকপুর স্টেশন চত্বরে অবস্থান হয়েছে। চলেছে ছবি আঁকা। চলেছে রক্তদান শিবির। ‘অভয়া ক্লিনিক’ হয়েছে।
কথা গানে পথনাটিকার মধ্যে দিয়ে পানিহাটি সোদপুর (ট্রাফিক) মোড়ে কর্মসূচি চলেছে।
JUSTICE BARRACKPORE
নির্যাতিতার বাড়িতে সিবিআই, বারাকপুরে ফের পথে নাগরিকরা
×
Comments :0