3 Arrest

পুলিশ ও সিআইডি'র যৌথ উদ্যোগে গাঁজা সহ গ্রেপ্তার ৩

জাতীয়

 

নেপালে পাচারের আগে আরারিয়া পুলিশ ও সিআইডির যৌথ উদ্যোগে তিন কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেপ্তার করা হল। বিহারের আরারিয়ার নেপাল সীমান্তে ইস্টমাটোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার অশোক সিং জানান, ৫ ডিসেম্বর আরারিয়া সদর থানার পুলিশ ও সিআইডি গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয়। দুই ভাই মহম্মদ জসিম (৩৫) ও মহম্মদ নসিমের (৩০) বাড়িতে হানা দিয়ে প্রায় ১০০ গ্রাম স্মাক, তিনকেজি গাঁজা ও নগদ ৬ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। এছাড়াও দুটি মোবাইল, একটি মাদকদ্রব্য মাপার ইলেকট্রনিক মেশিন সহ বেশকিছু জিনিস উদ্ধার করে। ঘটনায় ওই দুই ভাই সহ বিক্রান্ত পাসোয়ান(২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার জানিয়েছেন, বুধবার ধৃতদের জেরা করে বেশকিছু তথ্য পাওয়া গিয়েছে। সেই ভিত্তিতে সীমান্তের আরও একটি গ্রামে হানা দেওয়া হয়। কিন্তু মাদক চোরাচালানকারীরা পালিয়ে যায়। এই ঘটনার সঙ্গে একটি আন্তঃরাষ্ট্রীয় চোরাচালানচক্র জড়িত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments :0

Login to leave a comment