সাঙ্গরুরে (Sangrur) পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে মজদুর সংগঠনের বিক্ষোভে ব্যাপক লাঠিচার্য। বর্তমানে গুজরাটে নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন ভগবন্ত সিং মান (Bhagwant singh Mann)। মজুরি বৃদ্ধির দাবিতে কৃষক ও শ্রমিকরা এক জোটে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে প্রতিবাদ দেখাতে গেলে পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বেঁধে যায় তাদের।
কর্মসূচির কথা আগেই জানিয়েছিল মজদুর ও কৃষকরা। সেই অণুযায়ী বুধবার পাটিয়ালা বাইপাসে জমায়েত করে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে মিছিল করে এগোতে থাকেন। সেই সময় পুলিশ তাদের আটক দেয় এবং ব্যাপক লাঠিচার্য করে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
কৃষক ও মজদুরদের দাবি রেগার MNREGA (National Rural Employment Guarantee Scheme)কাজের জন্য তাদের নুন্যতম মজুরি বাড়ানো হোক। গ্রামীন সমবায় সমিতিতে ৩৩% দলিতদের আসন সংরক্ষন করার দাবি নিয়ে সেই সঙ্গে ৫ মারলা জমি যোজনাও কার্যকরী করার দাবি জানায় তারা। তবে পুলিশের লাঠি চার্য নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিরোধী মহলে।
Comments :0