কুম্ভ মেলার জলে পাওয়া গেলো ব্যাক্টেরিয়া। মঙ্গলবার একথা জানালো দুষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বলা হয়েছে প্রয়াগরাজ সহ বিভিন্ন জায়গায় যেখানে স্নান হচ্ছে সেই সব জলে ফেইক্যাল কলিফর্ম নামে এক ব্যাক্টেরিয়া পাওয়া গিয়েছে।
দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের ব্যাক্টেরিয়া নিকাশি নালায় পাওয়া যায়। কুম্ভের জলে মাত্রারিক্ত পরিমানে এই ব্যাক্টেরিয়া পাওয়া গিয়েছে বলে।
জাতীয় পরিবেশ ট্রাইবুনালকে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ জানিয়েছে মহাকুম্ভের বিভিন্ন এলাকায় জলের নুন্যতম গুনগত মানও নেই। রিপোর্ট বলা হয়েছে মাত্রারিক্ত পরিমানে ভিড় হওয়ার জন্য এই ব্যাক্টেরিয়া পাওয়া গিয়েছে।
পর্ষদের অভিযোগ উত্তরপ্রদেশ দুষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।
Comments :0