EURO CUP 2024

গোলরক্ষকর পরিত্রাতা, ইউরোর কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

খেলা

পেনাল্টি মিস কান্নায় ভেঙে পড়েন রোনাল্ডো। তখনও ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়নি। তবে শেষ পর্যন্ত অবশ্য হাসি ফুটল তার মুখে। কোনও রকমে বিপদ এড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল। টাইব্রেকারে পরিত্রাতা হয়ে উঠলেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কোস্তা। তার কাঁধে ভর দিয়েই পেনাল্টি শুট আউট সেভের হ্যাটট্রিকে ম্যাচ জিতলেন রোনাল্ডোরা। 
খেলার মূল সময়ে গোলশূন্য ড্র করে দুই দল। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটের খেলায়ও পর্তুগালকে কোনো গোল করতে দেয়নি স্লোভেনিয়া। এমনকি অতিরিক্ত সময়ের প্রথমার্ধে রোনালদোর পেনাল্টি শটও রুখে দিয়েছেন গোলরক্ষক জান ওবলাক। যদিও স্লোভেনিয়ারও একটি দুর্দান্ত শট অনবদ্যভাবে সেভ করেন পর্তুগিজ গোলরক্ষক। তারপরে ম্যাচের ফলাফল বের করে আনতে খেলা গড়ায় টাইব্রেকারে।
ফলে ফলাফল নির্ধারণের জন্য খেলা গড়ায় টাই-ব্রেকারে। পেনাল্টি শুট-আউটে পর্তুগালের পরিত্রাতা হয়ে দেখা দেন গোলকিপার দিয়োগো কোস্তা। তিনি স্লোভেনিয়ার তিনটি পেনাল্টি শট সেভ করেন এবং পর্তুগালকে কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দেন।

Comments :0

Login to leave a comment