প্রায় পনেরো মাস পর স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী।বিশ্বভারতীর নতুন উপাচার্যের দায়িত্ব পেলেন প্রবীর কুমার ঘোষ। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দপ্তর থেকে বিশ্বভারতীকে ইমেইল মারফত জানিয়ে দিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নাম। মঙ্গলবার রাতে বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে যে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র অধ্যাপক প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হিসাবে চূড়ান্ত করা হয়েছে। আগামী ৫ বছর তিনি এই পদে আসীন থাকবেন বলে জানানো হয়েছে।
২০২৩ সালের নভেম্বর মাসে উপাচার্যের মেয়াদ শেষ হয় অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর। তারপর থেকে সেখানে স্থায়ী উপাচার্য ছিল না। এবার বিশ্বভারতীর স্থায়ী উপাচার্যের পদে আসীন হলেন অধ্যাপক প্রবীর কুমার ঘোষ।
নবাগত উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ ছত্রিশগড়ের রায়পুরের আইসিএআর-এনআইবিএসএম প্রাক্তন পরিচালক এবং উপাচার্য পদে ছিলেন।
প্রসঙ্গত ২০২৩ সালের নভেম্বর মাসে উপাচার্যের মেয়াদ শেষ হয় অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। তারপর থেকে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য পথ ফাঁকা ছিল। বিশ্বভারতীর মতো একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদটি দীর্ঘ প্রায় ১৫ মাস খালি থাকায় সমস্যায় পড়তে হয়েছে পড়ুয়া থেকে সকলকে। এবারে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য আসায় সেই সমস্যা কাটতে চলছে।
Comments :0