রাস্তার উপর বসে স্কুলের পঠন পাঠন। সঙ্গে অভিভাবক সহ শিক্ষক শিক্ষিকারা। বিদ্যাসাগরের জন্মভিটে ঘাটাল শহরের ঘটনা। মহকুমা শাসকের দপ্তরের সামনে।
ঐতিহ্যশালী প্রসন্নময়ী প্রাথমিক স্কুল, পড়ুয়ার সংখ্যা ৪০০-র বেশি। গত ছয় বছর ধরে স্কুলবাড়ি ভেঙে ভেঙে পড়ছে। বারে বারে শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট স্তরে জানানো হয় স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের পক্ষ থেকে। এমন স্কুলটি ভেঙে পড়লে বেসরকারি স্কুল রমরমিয়ে চলবে, তাতেই যেন প্রশাসনের সায়। তাই স্কুল বিল্ডিংটি মেরামত বা পুনর্গঠন না করে চোখ বন্ধ করে থাকার অভিযোগ।
এরই প্রতিকার চেয়ে ঘাটাল শহরে ব্যস্ততম সড়কের ওপরই স্কুল পড়ুয়ারা বই খাতা নিয়ে বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছে।
Ghatal school
ভেঙে পড়ছে স্কুলবাড়ি, বই খাতা খুলে শিশুরা বসল ঘাটালের রাস্তায়
×
Comments :0