মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক দেশ এক ভোট বিল পেশ করার পর বিরোধীদের পক্ষ থেকে যেই সাংসদরা প্রবল আপত্তি তুলেছিলেন তাদের মধ্যে অন্যতম মনীশ তিওয়ারি। দলের পক্ষ থেকে বলতে উঠে তিনি বলেন, এই আইন গণতান্ত্রিক কাঠামোর ওপর সরাসরি আক্রমণ।
গতকাল সংসদে ২৬৯ জন সাংসদ বিল পেশ করার পক্ষে ভোট দেন। ১৯৮ জন ভোট দেন বিল পেশের বিপক্ষে।
সিপিআই(এম) এর পক্ষ থেকে আলোচনা করতে উঠে অমরা রাম বলেন, ‘‘যেই সংবিধান সংশোধনি প্রস্তাব আনা হয়েছে। আমারদের দল তার বিরোধীতা করছে। এই প্রস্তাব দেশের গণতন্ত্রকে শেষ করে দেওয়া ছাড়া আর অন্য কিছু না। দেশের বহুত্ববাদের ওপর ভিত্তিতে করে যেই রাজ্য গঠন হয়েছে বিধানসভা গঠন হয়েছে তা সব এই আইনের মাধ্যমে নিজেদের কুক্ষিগত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। একনায়কতান্ত্রিক ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করতে চাইছে সরকার।’’
Comments :0