শুক্রবার চন্দননগর নাগরিক সমাজের পক্ষ থেকে বড়বাজার ভূদেব মুখার্জী রোডে প্রতিবাদ সংগঠিত করা হয়। সেখানে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে মানুষ স্লোগান তোলেন বিচার চাই, অপরাধীদের শাস্তি চাই।
পথ চলতি মানুষের কাছে প্রতিবাদের ভাষা পৌঁছে দিতে তৈরি করা হয় হ্যান্ডবিল। সবচেয়ে লক্ষনীয় বিষয় হল, যে হ্যান্ডবিল বিলি করা হয় সেই হ্যান্ডবিল পথচলতি মানুষ সাদরে গ্রহণ করেন, খালি নিলেন না, অনেকে আবার মোমবাতি হাতে যারা দাঁড়িয়ে ছিলেন তাদের সাথে মোমবাতি হাতে নিয়ে দাঁড়ায়।
শুক্রবার রাতে যেই প্রতিবাদ শুরু হয়েছিল মাত্র ১০-১২ জন মানুষকে নিয়ে, সেই প্রতিবাদের সময় যত এগোল প্রতিবাদী মানুষের সংখ্যাও ততো বাড়তে লাগল। জাতি, ধর্ম নির্বিশেষে পথচলতি মানুষও এই প্রতিবাদে সামিল হন। রাত্রি ৭ টা থেকে ৮ টা পর্যন্ত এই প্রতিবাদ চলে এবং তারপর সেখানে ঘোষণা করা হয় জগদ্ধাত্রী পূজো মিটলেই চন্দননগরের বুকে আরও বড় ধরনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
শারদীয়ার সময় একই ভাবে কলকাতায় বিচারের দাবিতে মানুষের প্রতিবাদের সাক্ষী থেকেছে রাজ্য। সেই প্রতিবাদ দমাতে সক্রিয় ছিল পুলিশ। গ্রেপ্তার করা হয় প্রতিবাদীদের। পরে হাইকোর্টের নির্দেশে জামিন হয়।
Comments :0