কসবা ডিআই অফিসের সামনে মাটিতে ফেলে চাকরিহারাদের লাঠি পেটা করলো পুলিশ। রাজ্য সরকারের দুর্নীতির জন্য চাকরি হারিয়েছেন ২৫,৫৭২ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। গোটা রাজ্য জুড়ে তারা বিক্ষোভে নেমেছেন সরকারের বিরুদ্ধে। বিভিন্ন জেলায় ডিআই অফিসের সামনে চলছে বিক্ষোভ।
এদিন সকালে কসবায় ডিআই অফিসের সামনে জমায়েত করেন চাকরিহারারা। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে রাখা হয় অফিসের সামনে। কিন্তু চাকরিহারারা সেই ব্যারিকেড পার করে অফিসের তালা ভেঙে ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি তারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। অভিযোগ পুলিশ আন্দোলনকারিদের ওপর লাঠি চালায়। তাদের মাটিতে ফেলে মারধর করা হয়। অনেকে আহত হয়েছেন। চাকরিহারাদের দাবি তারা ডিআই’এর হাতে স্মারক লিপি দিতে গিয়ে ছিলেন।
লাঠি চার্জ প্রসঙ্গে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আন্দোলনকারিদের ছত্রভঙ্গ করার জন্য লাঠি চার্জ, তাদের আরও দাবি আন্দোলনকারিদের হামলায় দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশের এই ভূমিকার প্রতিবাদ জানিয়ে কসবায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।
শুধু কলকাতা নয় এদিন বিভিন্ন জেলায় জেলায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা।
Comments :0