Bangladesh

ভেঙে ফেলা হলো ৩২ ধানমন্ডি

আন্তর্জাতিক

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো ‘৩২ ধানমন্ডি’। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত বাড়িতে হামলা হয় বুধবার রাতে। গতকাল সমাজমাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার। ছাত্রলীগ এবং অওয়ামী লীগের পক্ষ থেকে এই ঘোষনার পর থেকেই বাংলাদেশে নতুন করে হাসিনা এবং মুজিব বিরোধী শক্তি গুলো রাস্তায় নামতে শুরু করে। তারা পাল্টা ডাক দেয় ‘মার্চ টু ৩২ ধানমন্ডি’। বলা হয় বুলডোজার মিছিলের কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই অভিযানের ডাক দেওয়া হয় বলে বাংলাদেশের সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল রাত থেকেই উত্তেজিত জনতা দখল নেয় ওই বাড়ির শুরু হয় ভাঙচুর। ৫ আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর ওই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিন্তু বুধবার রাতে কার্যত ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধুর বাসভবন। সামাজিকমাধ্যমে দেখা গিয়েছে বৃহস্পতিবার সকালে বাড়ির একটা অংশ সম্পূর্ন ভাবে ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে বাড়ি ভাঙার পাশাপাশি চলছে লুঠ। ঠিক প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছাড়ার পর তার বাসভবন বঙ্গভবনে যেই চলেছিল লুঠপাট।

সূত্র মারফত জানা যাচ্ছে ৩২ ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সব জিনিস লুঠ করেছেন বিক্ষোভকারিরা। বহু মূল্যবান বই সেখান থেকে লুঠ করা হয়েছে। লুঠ হয়েছে বহু গুরুত্বপূর্ণ জিনিস। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার বাসভবন সুধা ভবনও জ্বালিয়ে দেওয়া হয়েছে বিক্ষোভকারিদের পক্ষ থেকে। 

তবে গতকালের ঘটনার পরও সমাজমাধ্যমে নিজের বক্তব্য রেখেছেন হাসিনা। তিনি বলেছেন ৩২ ধানমন্ডি থেকেই মুজিব ঘোষনা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার কথা। তিনি আরও বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ এর বদলা নেবেন।

Comments :0

Login to leave a comment