RABINDRA BHARATI CO-OPERATIVE ELECTION

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সমবায়ে বিপুল জয় বামপন্থী ও প্রগতিশীলদের

কলকাতা

rabindra bharati university sfi tmcp bengali news

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে ৯টির মধ্যে ৭টি আসনে জয়ী হলেন বামপন্থী,গণতান্ত্রিক-প্রগতিশীল প্রার্থীরা। 

বুধবার রবীন্দ্রভারতী সমবায়ে নির্বাচন হয়। বামপন্থী ও প্রগতিশীল প্রার্থীর মোট ৭টি আসনে জয়ী হয়েছেন তাঁরা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বামপন্থী কর্মচারীদের বক্তব্য, সমবায় সমিতির সম্পাদক পদেও তাঁদের প্রার্থী জিতবেন। 

প্রসঙ্গত, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে কার্যত সমাজবিরোধীদের আখড়ায় পরিণত করেছে টিএমসিপি। পড়ুয়াদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। অধ্যাপক এবং অশিক্ষক কর্মচারীরাও নিয়মিত তৃণমূলী বাহিনীর হেনস্থার শিকার হন। সেই আবহে দাঁড়িয়ে এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ফলাফল আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশ প্রসারিত করতে ব্যাপকভাবে সাহায্য করবে।

 

Comments :0

Login to leave a comment