অরিজিৎ মণ্ডল
নিহত চিকিৎসকের জন্মদিনে মিছিলকে বাধা দেওয়া হলো আর জি হাসপাতালেই। তার জেরে পথ অবরোধও করল ‘অভয়া মঞ্চ’। আলোচনার ভিত্তিতে অবরোধ তুলে নিলেও প্রতিবাদীরা জানালেন বিচার না মেলা পর্যন্ত আন্দোলন জারি থাকবে।
চিকিৎসক আন্দোলনের নেতা উৎপল ব্যানার্জি বলেছেন, ‘‘মাধ্যমিক পরীক্ষা সোমবার। সে কারণে মৌন মিছিল হয়েছে। বার্তা গোড়া থেকেই এক। কেবল কোনও একজনের জন্য এই হত্যাকাণ্ড হয়নি। হাসপাতালে অপরাধচক্র এবং এই হত্যার প্রমাণ লোপাটে দায়ী সকলকে শাস্তি দিতে হবে। বিচার না মেলা পর্যন্ত চলবে লড়াই।’’
সন্ধ্যায় কলেজ স্ট্রিট থেকে আর জি করে মিছিল পৌঁছাতে দেখা যায় এলাকার কর্তৃত্ব হাতে নিয়েছে পুলিশ। আর জি কর হাসপাতালে ‘অভয়া’-র প্রতীকী মূর্তিতেই শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল। দেখা যায়, সিআইএসএফ জওয়ানরা চুপচাপ দাঁড়িয়ে। বাধা পেয়ে তুমুল প্রতিবাদ জানান প্রতিবাদীরা। পুলিশকে বলা হয় রোগীদের অসুবিধার অজুহাত দেওয়ার কারণ নেই। ছোট ছোট ভাগে ঢুকে অন্য গেট দিয়ে বেরিয়ে যাওয়া হবে শ্রদ্ধা জানিয়েই। পুলিশের অনড় মনোভাবে শুরু হয় বাদানুবাদ। পুলিশ শেষপর্যন্ত বলতে বাধ্য হয় যে প্রতিনিধিদল ভিতরে গিয়ে শ্রদ্ধা জানাতে পারবে। পুলিশের আচরণের প্রতিবাদে রাস্তা অবরোধও হয় কিছুক্ষণ।
হাসপাতালে শ্রদ্ধা জানাতে যান জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের অন্যতম আহ্বায়ক ডাঃ পুন্যব্রত গুন এবং অভয়া মঞ্চের আহ্বায়ক মনীষা আদক। বাইরে তখন অভয়া মঞ্চের অপর আহ্বায়ক ডাঃ তমোনাশ চৌধুরী, উৎপল ব্যানার্জির মতো বহু চিকিৎসক এবং নাগরিক। কর্মসূচিতে ছিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের দেবাশিস আহালদার, আসফাকুল্লা নাইয়া, অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দও। পুলিশের সঙ্গে তর্ক বাঁধে তাঁদেরও।
৬ মাস আগে ৯ আগস্টেই আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মিলেছিল চিকিৎসক ছাত্রী দেহ। বসিয়ে রাখা হয়েছিল পরিবারকে ঘন্টার পর ঘন্টা। আর ঘটনাস্থল ঘিরে রাখার বদলে কার্যত খুলে দেওয়া হয়েছিল। প্রমাণ লোপাটের তৎপরতার বিরুদ্ধে গর্জে উঠেছিল প্রতিবাদ। ছাত্র-যুব-মহিলা আন্দোলন বাধা দিয়েছিল দেহ তড়িঘড়ি দাহ করার চেষ্টায়। তৃণমূল কংগ্রেসের সক্রিয়তা কারও নজর এড়ায়নি। সিবিআই চার্জশিট পেশ করেছে শিয়ালদহ আদালতে। চার্জশিটৃ অভিযুক্ত একমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু সিবিআই এবং পুলিশের তদন্তে গুরুতর গাফিলতির বিবরণ রয়েছে নিম্ন আদালতের রায়ে। ন্যায় বিচারের জন্য এদিন সঠিক তদন্তের দাবিতেও সরব থেকেছে মিছিল। কলকাতার বাইরেও বিভিন্ন জেলায় এই দাবিতেই অনুষ্ঠান করেছে ‘অভয়া মঞ্চ’।
Comments :0