অভয়া মঞ্চের মিছিলকে বাধা দেওয়া হলো আর জি কর হাসপাতালের সামনে। কলেজ স্কোয়ার থেকে আর জি কর হাসপাতালে যাওয়ার কর্মসূচি আগেই ঘোষণা করেছিল ‘অভয়া মঞ্চ’।
চিকিৎসক আন্দোলনের আশঙ্কা, পদপিষ্ট হওয়ার মতো ঘটনা হতে পারে। এভাবে আটকানোর অর্থ কী, সে প্রশ্নও তুলছেন তাঁরা। মিছিলে অংশ নেওয়া বহুজনই বলছেন, অপরাধীদের ছাড় দিতে অসুবিধা নেই রাজ্য সরকারের। অথচ প্রতিবাদীদের হেনস্তা করতে সক্রিয়তার সীমা নেই এই সরকারের।
ছয় মাস আগে এই হাসপাতালেই মিলেছিল চিকিৎসক ছাত্রীর দেহ। ফেব্রুয়ারির ৯ তারিখেই ওই ছাত্রীর জন্মদিন। এই জন্মদিনেই মৃত্যুঋণ শোধ করার স্লোগান তুলেছেন চিকিৎসক এবং নাগরিক আন্দোলন।
Comments :0