কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির জামিন নাকচ করেছিলেন তিনি। উগ্র হিন্দুত্ববাদীদের অভিযোগে ফারুকির গ্রেপ্তারের প্রতিবাদে তখন সরব দেশ। আবার যৌন নিপীড়নে অভিযুক্তকে জামিন দিয়েছিলেন আক্রান্তের থেকে রাখি বাঁধার আশ্বাস দেওয়ায়।
অবসরের তিন মাস বাদে ফের খবরে মধ্য প্রদেশ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রোহিত আর্য। রবিবার মধ্য প্রদেশের উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লার সাহচর্যে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপি-তে।
বিচারব্যবস্থায় বিজেপি এবং সঙ্ঘ পরিবারের গভীর অনুপ্রবেশের অভিযোগ ফের জোরালো হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতির সিদ্ধান্তে। এদিন আর্য প্রবল প্রশংসা করেছেন ন্যায় সংহিতা চালু করার পদক্ষেপেরও।
আইনজীবী এবং বিচারপতি হিসেবে প্রায় তিন দশকের অভিজ্ঞতা শুক্লার। একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু ২০২১-এ মুনাওয়ার ফারুকির জামিন নাকচের সিদ্ধান্তে ক্ষোভ জানায় বহু অংশ। তাঁর বিরুদ্ধে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাতের’ অভিযোগ দায়ের হয়েছিল। তার আগে ২০২০-তে যৌন নির্যাতনে অভিযুক্তকে জামিন দেন ‘রাখি’ গ্রহণ করার আশ্বাস পেয়ে।
RETD JUSTICE JOINS BJP
বিতর্কিত বিচারপতি যোগ দিলেন বিজেপি-তে
×
Comments :0