বৃহস্পতিবার অন্ডালে কাজী নজরুল বিমান বন্দরে যাত্রীর লাগেজ থেকে একটি দেশি পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিমান বন্দরের সুরক্ষা কর্মীরা দুইজন যাত্রীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ধৃতদের নাম সাজিদ সুলেমান মল্লিক ও মহম্মদ ইকবাল। বীরভূমের সিউরি থানার সাজানোপল্লির বাসিন্দা। সম্পর্কে এরা আত্মীয়। মুম্বাইয়ের উড়ান ধরার জন্য এরা এসেছিলেন। চারটি লাগেজ ছিল। লাগেজগুলি স্ক্যানিং করার সময় একটি লাগেজ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়। খবর পেয়ে অন্ডাল থানা থেকে পুলিশ আসে। ধৃতদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।
Andal Airport
অন্ডাল বিমানবন্দরে যাত্রীর ব্যাগে রিভলভার ও কার্তুজ, গ্রেপ্তার ২
×
Comments :0