RG Kar Protest

৪৮ ঘন্টা পেন ডাউন কোচবিহার এনজেএন হাসপাতালে

রাজ্য জেলা

কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস্থান চিকিৎসকদের। ছবি - অমিত কুমার দেব।

দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়া’র ন্যায় বিচার সুনিশ্চিত করার দাবি সহ রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতার বিরুদ্ধে সোচ্চার হয়ে ১০ দফা দাবিকে সামনে রেখে সোমবার কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ৪৮ ঘন্টা পেন ডাউন কর্মসূচিতে সামিল হল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এদিন সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলিতে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রেখে কোচবিহার এনজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পেন ডাউন করে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন সর্বস্তরের চিকিৎসকরা।
আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে ডাঃ বিনায়ক রায়, ডাঃ পরীক্ষিত ভট্টাচার্য প্রমুখরা বলেন, জুনিয়র চিকিৎসকরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ এবং আন্দোলনের রাস্তায় নেমেছেন, তাদের সমর্থন জানিয়ে তারা এই আন্দোলন কর্মসূচিতে সামিল হয়েছেন। নিজেদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার পাশাপাশি সরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রেখেছেন তারা।
চিকিৎসকদের আহ্বানে সাড়া দিয়ে এদিন এই আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের নেতৃত্ব বিদ্যুৎ দে, আশিস গোস্বামী, রুহুল আমিন খন্দকার প্রমুখ।

Comments :0

Login to leave a comment