Rape Threat

প্রতিবাদে নামায় দিনহাটায় ধর্ষণের হুমকি যুবতীকে

রাজ্য জেলা

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে মহিলাদের রাত দখলের রাতে দিনহাটায় পথে নেমেছিলেন প্রতিবাদী এক যুবতী। তার পরই সমাজমাধ্যমে মেসেজ পাঠিয়ে প্রতিবাদীকে ধর্ষণের হুমকি দেয় তৃণমূলের এক যুবক। এই ঘটনার বিষয়ে দিনহাটা মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে প্রতিবাদীর অভিভাবককে বেধড়ক মারধর হয় বলে অভিযোগ। বর্তমানে আহত অবস্থায় তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি চিকিৎসধীন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আরজিকর ধর্ষণ ও খুনের প্রতিবাদে গত ১৪ আগস্ট দিনহাটায় যে রাত দখলের মিছিল অনুষ্ঠিত হয় সেখানে সামিল হন ওই প্রতিবাদী যুবতী। এরপরেও যেসব আন্দোলন সংগঠিত হয়েছে সেখানেও সামিল হন ওই তিনি। শনিবার সঞ্জয় দাস নামে এক যুবক তার ফেসবুক ওয়ালে ওই প্রতিবাদীকে ধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ। এরপরেই ওইদিন রাতেই তাঁর অভিভাবক আজিজুল হককে সঙ্গে নিয়ে মহিলা থানায় যান ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে। অভিযোগ বেশ কয়েক ঘন্টা থানায় তাদের বসিয়ে রাখা হয়। পর পুলিশ ওই প্রতিবাদী মেয়ের অভিযোগটি নিতে বাধ্য হয়। এরপর পুলিশের তরফ থেকে জানানো হয় এখনই ওই প্রতিবাদী মেয়ের আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। তখন তাঁর অভিভাবক আজিজুল হক পাশের একটি দোকান থেকে আধার কার্ড জেরক্স করানোর জন্য যান। সেই সময় একদল দুষ্কৃতকারী তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করতে থাকে। তা দেখে আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। 
এই ঘটনা প্রসঙ্গে সিপিআই(এম) নেতা আজিজুল হক বলেন, ‘‘ তৃণমূলের এক দুর্বৃত্ত ওই প্রতিবাদী মেয়েকে ফেসবুকে ধর্ষণের হুমকি দিয়েছে। বিক্ষোভকারীদের মুখ বন্ধ করতে উঠপড়ে লেগেছে রাজ্যের শাসকদল তৃণমূল। কোনও ভাবেই মুখ বন্ধ করা যাবে না। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এভাবে মানুষের প্রতিবাদকে রোখা যাবে না। প্রকৃতপক্ষে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মানুষের প্রতিবাদকে ভয় পেয়ে গিয়েছে। মানুষ সঠিকভাবেই এর জবাব দেবে।’’

Comments :0

Login to leave a comment