Jaishankar

বাংলাদেশ নিয়ে শুক্রবার সংসদে বিবৃতি দিতে পারেন জয়শঙ্কর

জাতীয় আন্তর্জাতিক

শুক্রবার বাংলাদেশের সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে সংসদের দুই কক্ষে বিবৃতি দিতে পারেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্করের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকের পর জানা যাচ্ছে প্রতিবেশি রাষ্ট্রে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে বিবৃতি দিতে পারেন এস জয়শঙ্কর। 
মঙ্গলবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয় যে, বাংলাদেশে সন্ন্যাসী গ্রেপ্তারের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এছাড়া ওই দেশের সংখ্যালঘুদের জন্য নিরাপত্তার কথাও বলা হয়েছে ভারতের পক্ষ থেকে।
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওই দেশের সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে। বিভিন্ন সময়ই সাম্প্রদায়িক হিংসাকে কেন্দ্র উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। সম্প্রতি সময় বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পথে নেমেছেন সেই দেশের বহু সাধারণ মানুষ।
উল্লেখ্য ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দেশের মধ্যে এবং দেশের বাইরে একাধিক বার প্রশ্ন উঠেছে।

Comments :0

Login to leave a comment