RG KAR MURDER

ক্যানিংয়ে মিলল সন্দীপের ‘বাংলো’

জেলা কলকাতা

দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে এবার হদিশ মিলল আরজি কর কান্ডে আটক এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একটি  সবুজ রঙের বাংলোর। ক্যালিং ২ ব্লকের ঘুটিবারি শরিফের নারায়ণপুর মৌজায় কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝে অবস্থিত এই বাংলো ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’। প্রসঙ্গত, সন্দীপ ঘোষের স্ত্রীর নাম সঙ্গীতা। স্থানীয় সূত্রে খবর, প্রায়শই পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে এখানে আসতেন ‘ডাক্তারবাবু’। জানা যাচ্ছে, সকাল ৯টা-১০টা নাগাদ েসে বিকেল ৪টে-৫টা নাগাদ চলে যেতেন তিনি। সঙ্গে নিয়ে আসতেন বাবা ও স্ত্রীকে। 
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে দুর্নীতির মামলায় গত সোমবার সিবিআই গ্রেপ্তার করেছে সন্দীপকে। আলিপুরের বিশেষ আদালত সন্দীপকে আট দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। শুক্রবার সকালে সন্দীপের বেলেঘাটার এবং চন্দন নগরের বাড়িতেও হানা দিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। মনে করা হচ্ছে, আর্থিক দুর্নীতি মামলার তদন্তে এ বার নামতে চলছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটিও।

Comments :0

Login to leave a comment