Sengol

সেনগলের বদলে রাখা হোক সংবিধান দাবি সমাজবাদী পার্টির সাংসদের

জাতীয়

লোকসভায় অধ্যক্ষের আসনের পাশে থাকা সেনগলের বদলে রাখা হোক সংবিধান। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে এই দাবি জানিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ আরকে চৌধুরি। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘সেনগল রাজতন্ত্রের প্রতীক। ভারত বহুদিন আগে রাজতন্ত্র থেকে বেড়িয়ে এসেছে। এই দেশের মানুষ গণতান্ত্রিক উপায় নিজের প্রতিনিধি নির্বাচিত করেন। সংবিধান আমাদের দেশের গণতন্ত্রের প্রতীক। সংবিধান মেনে দেশ পরিচালিত হয়। তাই সনগলের জায়গায় সংবিধান রাখা প্রয়োজন।’’

উল্লেখ্য নতুন সংসদ ভবনে সাধু সন্তদের এনে মোদী যখন হিন্দুশাস্ত্র পাঠ করে সেনগল বসায় সেই সময় গোটা দেশ জুড়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। ধর্ম নিরপেক্ষ দেশের একজন রাষ্ট্রপ্রধান কি ভাবে একটি ধর্মকে প্রাধান্য দিতে পারে সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। বিজেপি সেই সময় দাবি করেছিল সেনগল ভারতের ঐতিহ্য তাই তার স্থান হওয়া উচিত সংসদে।

এদিনও সেই একই কথা শোনা গিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গলায়। তিনি এক্সে লিখেছেন, ইন্ডিয়া মঞ্চের দল গুলো ভারতীয় ঐতিহাসিক ঐতিহ্যকে সম্মান করে না। বিশেষ করে তামিল সংস্কৃতিকে।   

Comments :0

Login to leave a comment