SFI calls for united struggle against NTA

এনটিএ’র বিরুদ্ধে যৌথ সংগ্রামের ডাক এসএফআই’র

জাতীয়

এনটিএ ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে নামবার হুঁশিয়ারি বাম ও গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলির। মঙ্গলবার দেশের ছয়টি বৃহৎ ছাত্র সংগঠন -এসএফআই, এনএসইউআই, এআইএসএফ, আইসা, সমাজবাদী ছাত্রসভা, ছাত্র রাজদ, এমএসএফ আজ নয়া দিল্লির প্রেসক্লাবে একত্রে এনটিএ-র বিরুদ্ধে  ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করলো। সমর্থন জানিয়েছে ডিএমকে ছাত্র শাখা, পি এস ইউ, এআইএসবি, পিএসএফ সহ বহু ছাত্র সংগঠন।  আগামী ৩ তারিখ নয়াদিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় প্রতিবাদ সংগঠিত হবে মোদী ও অমিত শাহের অগণতান্ত্রিক ‘ন্যায় সংহিতা’কে উপেক্ষা করেই।

ইতিমধ্যেই এসএফআই প্রধানমন্ত্রীকে গণ ই-মেল করছে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে। আগামী ৪ জুলাই গোটা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই-এআইএসএফ। এনএসইউআই, আইসা সহ ইন্ডিয়া ব্লকের বাকি ছাত্র সংগঠনগুলোও সমর্থন জানিয়েছে।

হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে মুম্বাইয়ের টিস বা আইআইটি, দেশে প্রতিবাদী ছাত্রদের ওপর ক্রমাগত হামলা, জাতীয় শিক্ষানীতির বিপদ, এনটিএ-র দুর্নীতি, কেন্দ্রীয় সংস্থাগুলোর গেরুয়াকরণ, দেশে বাড়তে থাকা প্রাইভেট কোচিং ব্যবসার নামে শিক্ষা মাফিয়াদের রমরমা, স্কুল বন্ধ, পড়ুয়াদের আত্মহত্যা, নিট থেকে নেট পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে আজ নেতৃত্বের বক্তব্যে। এদিন সংবাদিক সম্মেলন থেকে এসএফআই’র সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, ‘‘আগামী কয়েকটা দিন ঐক্যবদ্ধভাবে গোটা দেশে সর্বত্র প্রতিবাদ চলবে মূলত তিনটি বিষয়কে মাথায় নিয়ে- এনটিএ-র মত কেন্দ্রীয় সংস্থাগুলো বন্ধ করতে হবে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সব রাজ্যে ঐক্যবদ্ধ প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে হবে।’’

Comments :0

Login to leave a comment