SFI CU

পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে ডেপুটেশন এসএফআইয়ের

কলকাতা

আগামী ২৯ জুন ঈদ। ঠিক তার পরের দিন, ৩০ জুন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রেখেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গত বছরও ঈদের পরদিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরীক্ষা রাখা হয়েছিল। সেই সময় এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির আন্দোলনের চাপে পরীক্ষা পিছোয় কর্তৃপক্ষ। এবছরও একই ঘটনার পুনরাবৃত্তি।

কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে ডেপুটেশন দেওয়া হয়েছে এসএফআইয়ের পক্ষ থেকে যাতে পরীক্ষার দিন বদল করা হয়। গত শুক্রবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানকে এই মর্মে ডেপুটেশন দেয় এসএফআই। মঙ্গলবার তারা পরীক্ষা পিছোনোর দাবিতে ডেপুটেশন দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারকে। 

Comments :0

Login to leave a comment