SFI-DYFI

গাজায় বন্ধ করতে হামলা, কলকাতায় আওয়াজ তুললেন ছাত্র, যুবরা

কলকাতা

গাজায় ইজরায়েলের হামলা এবং গণহত্যার বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ মিছিল করলো এসএফআই, ডিওয়াইএফআই রাজ্য কমিটি। ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মিছিল। 
মিছিল শেষে হয় সংক্ষিপ্ত সভা। সভায় বক্তব্য রাখেন এসএফআই, ডিওয়াইএফআই নেতৃত্ব। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘গাজায় যুদ্ধ বিরতি চলাকালিন প্রাণঘাতি হামলা চালাচ্ছে ইজরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে চলছে এই ধ্বংস। ভারত সরকার এই হামলা নিন্দা জানাচ্ছে না। এই পরিস্থিতিতে সব মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এই হামলার প্রতিবাদ জানাতে হবে।’’
সম্প্রতি ইজরায়েলের লাগাতার বিমান হানায় অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার নাগরিক প্রশাসন। 
হোয়াইট হাউজের এক মুখপাত্র সংবাদমাধ্যমে স্বীকার করেছেন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে এই হামলা চালিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 
নেতানিয়াহু বলেছেন, বন্দিদের মুক্তি দেওয়ার শর্তে রাজি হচ্ছিল না হামাস। সে কারণে হামলা চালানো হয়েছে। 
হামাস বলেছে, ১৯ জানুয়ারি সংঘর্য বিরতি চুক্তি হওয়ার পরও ইজরায়েল বারবার হামলা চালিয়েছে। এই কারণেই বন্দিমুক্তি স্থগিত রাখা হয়েছিল। নেতানিয়াহু আসলে নিজের দেশে বহু সংকটে জড়িয়ে রয়েছেন। সে দিক থেকে মুখ ঘোরাতে গাজার ওপরে হামলা চালিয়ে যাচ্ছেন। নিজের দেশের যে বাসিন্দারা গাজায় বন্দি, তাদের বিপদ ডেকে আনছেন।

Comments :0

Login to leave a comment