Kalatan Dasgupta

যুব নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

রাজ্য

নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন থামামো যাবে না। অন্যায়ভাবে ডিওয়াইএফআই’র যুবশক্তি সম্পাদক কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে শিলিগুড়িতে মিছিল করে থানা ঘেরাও কর্মসূচি করলেন ছাত্র, যুব, মহিলারা। 
শনিবার সন্ধ্যায় হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনের সামনে ছাত্র যুব মহিলাদের প্রতিবাদ কর্মসূচি হয়। সেখান থেকে মিছিল করে ছাত্র যুব মহিলারা শিলিগুড়ি থানার সামনে যায়। শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন মহিলা নেত্রী রত্না চৌবে,  মনি থাপা, স্নিগ্ধা হাজরা,  তানিয়া দে, যুবনেতা সাগর শর্মা, বুলেট সিং, অভিজিৎ চন্দ, শুভ্র দেব ভট্টাচার্য, ছাত্র নেতা অঙ্কিত দে সহ অন্যান্য ছাত্র যুব মহিলা নেতৃত্ব।   
বাম গনসংগঠনের ডাকে আরজি কর কান্ডের প্রতিবাদে,  কলতান দাশগুপ্তকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ৪ নং ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচি হয়। ওয়ার্ডের বিভিন্ন মোড়ে সভা চলে বিকেল থেকে রাত পর্যন্ত।


এদিন ষড়যন্ত্র করে যুব নেতা কলতান দাসগুপ্তকে পুলিশ গ্রেপ্তার করার  প্রতিবাদে রায়গঞ্জের পথে সারারাত ব্যাপী ডিওয়াইএফআই এসএফআই মহিলা সমিতি ধর্না বিক্ষোভ শুরু হয়। রায়গঞ্জের তিলোত্তমা মোড়ে পথেই উঠুক পথের দাবি এই স্লোগানে ডিওয়াইএফআই, এসএফআই, গণতান্ত্রিক মহিলা সমিতির দুই দিন দুই রাত ব্যাপী গণ অবস্থান বিক্ষোভ। চলবে রবিবার সন্ধা পর্যন্ত।
এদিন আসানসোলে ছাত্র যুব মহিলাদের ডাকে কলতান দাশগুপ্ত কে গ্রেপ্তার করার প্রতিবাদে আসানসোল সাউথ থানায় বিক্ষোভ প্রদর্শন হয়।
এদিন সন্ধ্যায় বিক্ষোভ হয় হাওড়ায়। কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করে গোলাবাড়ী হাওড়া ও এজেসি বোস বি গার্ডেন থানার সামনে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই কর্মীরা।
কলতান দাশগুপ্ত কে গ্রেপ্তারের প্রতিবাদে, আর জি করের ধর্ষণ-খুনের অপরাধী ও প্রমাণ নষ্টকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্য জুড়ে থানার সামনে অবস্থানের কর্মসূচির অঙ্গ হিসেবে বরানগরে   ডিওয়াইএফআই, এসএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বরানগর থানা সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংগটিত করে। বিটি রোডের টবিন রোডে জমায়েত হয়ে মিছিল করা হয়।

যুবনেতা কলতান দাসগুপ্তকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানার গেটে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্র যুব মহিলারা। জেলা দপ্তর থেকে মিছিল করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে পৌঁছে অবিলম্বে কলতান দাশগুপ্তকে নিঃস্বার্থ মুক্তির দাবি জানিয়ে বক্তব্য পেশ করেন যুব নেতা শুভায়ু পাল, এসএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, মহিলা আন্দোলনের নেতৃত্ব পিয়ালী গুহরায়, যুবনেত্রী সোহিনী রায়,যুব জেলা সম্পাদক প্রদীপ দে সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলে শ্লোগান ওঠে তিলোত্তমার ভয় নাই আমরা পথ ছাড়ি নাই, মিথ্যা মামলায় ফাঁসিয়ে বামপন্থীদের রোখা যায় নি যাবে না। বিশাল পুলিশ বাহিনী থানার গেট আটকে ব্যারিকেড দিয়ে আটকে দাঁড়িয়েছিল ছাত্র যুব মহিলারা কোনরকম প্ররোচনায় পা না দিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন। 

নেতৃবৃন্দ বলেন যুবনেতা কলতান দাশগুপ্ত কে তৃনমূলের দলদাস পুলিশ নিঃশর্ত মুক্তি না দিলে আগামী দিনে লড়াই আরো তীব্রতর হবে।

Comments :0

Login to leave a comment