ধর্মঘটের পরদিন কল্যাণীতে এসএফআইয়ের বিক্ষোভ কর্মসূচির ওপর এবার হামলা করলো তৃণমূল আশ্রিত গুণ্ডা বাহিনী। সোমবার ধর্মঘটের দিন এসএফআই কর্মী সমর্থকদের ওপর তৃণমূল এবং পুলিশ হামলা চালায় বিভিন্ন জায়গায়। তার প্রতিবাদে, মঙ্গলবার, গোটা রাজ্যে বিক্ষোভের ডাক দিয়েছে এসএফআই। সেই মতো এদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন এসএফআই কর্মীরা। অভিযোগ, সেই সময় বহিরাগত তৃণমূলের বাহিনী। এসএফআই কর্মীদের ওপর ওই বাহিনী চড়াও হলে শুরু হয় প্রতিরোধ। এসএফআই নেতৃবৃন্দ জানিয়েছে যে বহিরাগত গুণ্ডা বাহিনী ঢুকিয়ে ক্যাম্পাস দখল করতে চাইছে তৃণমূলের বাহিনী।
জানা যাচ্ছে শুধু এসএফআই কর্মীরা নন, সাংবাদিকরাও আক্রান্ত হয়েছে তৃণমূলের এই হামলায়।
SFI
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এসএফআই তৃণমূল সংঘর্ষ

×
Comments :0