দিল্লিতে অমিত শাহের সাথে বৈঠকের পরপরই গ্রামের বাড়িতে ফিরলেন শিন্ডে। শুক্রবার মন্ত্রিসভা গঠন নিয়ে মহাযুতির বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে মহাযুতির বিপুল জয়ের পর নতুন মুখ্যমন্ত্রীকে হবে তা নিয়ে চলছে জল্পনা। এই পরিস্থিতিতে অমিত শাহের সাথে বৈঠক করেন দেবেন্দ্র ফড়নবিশ, অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডের। তারপর রাজ্যে ফিরে তিন নেতার বৈঠকে বসার কথা থাকলেও শেষ মুহুর্তে বাতিল হয়ে গিয়েছে সেই বৈঠক। একনাথ শিন্ডে সাতারায় তার গ্রামের বাড়িতে যাওয়ার কারণে বাতিল হয়েছে এই বৈঠক।
গত মন্ত্রিসভাব শিন্ডে মুখ্যমন্ত্রী থাকলেও এবার তার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রায় নেই। শিন্ডে নিজে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে বিজেপি এবং এনডিএ যা সিদ্ধান্ত নেবে শিবসেনা তা মেনে নেবে। কিন্তু শেষ মুহুর্তে শিন্ডের বৈঠক বাতিল করে গ্রামের বাড়ি চলে যাওয়া মারাঠা রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে।
সূত্রের খবর ১২টি দপ্তর তার সাথে তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর পেতে চলেছে শিবসেনা। একনাথ শিন্ডে যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন না তা কার্যত স্পষ্ট। এই পরিস্থিতিতে এনডিএ ধরে রাখতে শিবসেনাকে শান্ত রাখতে এই নীতিতে হাঁটছে বিজেপি। শিবসেনা যখন ১২টি দপ্তর পাচ্ছে তখন ৯টি দপ্তর পাচ্ছে অজিত পাওয়ারের এনসিপি। মন্ত্রিসভার ৪৩টি আসনের মধ্যে বাকি আসন গুলো নিজেদের হাতেই রাখছে বিজেপি।
বুধবার সাংবাদিক সম্মেলন করে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে বিজেপি যেই সিদ্ধান্ত নেবে তার দল তা মেনে নেবে। মহারাষ্ট্রে বিজেপির বিপুল জয়ের পর ওই রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্যমন্ত্রী করা হোক, পাল্টা শিবসেনা দাবি করে বিহার মডেলের মতো একনাথকেই মুখ্যমন্ত্রী করা হোক। কিন্তু বুধবার সাংবাদিক সম্মেলন করে বিজেপির কোর্টে বল ঠেলে নিজেদের অবস্থান স্পষ্ট করেন একনাথ শিন্ডে। তবে সূত্রের খবর গত মন্ত্রিসভার ফর্মুলা মেনে দুজন উপ-মুখ্যমন্ত্রী থাকতে পারেন বলে জানা যাচ্ছে।
Maharashtra
বৈঠক বাতিল করে গ্রামের বাড়িতে শিন্ডে, তৈরি হলো নতুন জল্পনা
×
Comments :0