Maharashtra

মন্ত্রিসভার অর্ধেক আসন নিজেদের হাতে রাখবে বিজেপি

জাতীয়

১২টি দপ্তর তার সাথে তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর পেতে চলেছে শিবসেনা। একনাথ শিন্ডে যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন না তা কার্যত স্পষ্ট। এই পরিস্থিতিতে এনডিএ ধরে রাখতে শিবসেনাকে শান্ত রাখতে এই নীতিতে হাঁটছে বিজেপি। শিবসেনা যখন ১২টি দপ্তর পাচ্ছে তখন ৯টি দপ্তর পাচ্ছে অজিত পাওয়ারের এনসিপি। মন্ত্রিসভার ৪৩টি আসনের মধ্যে বাকি আসন গুলো নিজেদের হাতেই রাখছে বিজেপি।
বুধবার সাংবাদিক সম্মেলন করে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে বিজেপি যেই সিদ্ধান্ত নেবে তার দল তা মেনে নেবে। মহারাষ্ট্রে বিজেপির বিপুল জয়ের পর ওই রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্যমন্ত্রী করা হোক, পাল্টা শিবসেনা দাবি করে বিহার মডেলের মতো একনাথকেই মুখ্যমন্ত্রী করা হোক। কিন্তু বুধবার সাংবাদিক সম্মেলন করে বিজেপির কোর্টে বল ঠেলে নিজেদের অবস্থান স্পষ্ট করেন একনাথ শিন্ডে। তবে সূত্রের খবর গত মন্ত্রিসভার ফর্মুলা মেনে দুজন উপ-মুখ্যমন্ত্রী থাকতে পারেন বলে জানা যাচ্ছে। 
সদস্য সমাপ্ত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে এনডিএ। মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে ২৩২টিতে জয়ী হয়েছে এনডিএ। বিজেপি একা পেয়েছে ১৩২, শিব সেনা ৫৭ এবং এনসিপি ৪১। 
একনাথ এবং কয়েকজন শিবেসনা বিধায়ক দল ছেড়ে যখন বেরিয়ে আসেন সেই সময় তাদের সাথে নিয়ে সরকার গঠন করা এবং পরবর্তী সময় অজিত পাওয়ারকে নিজেদের দিকে টানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেবেন্দ্র ফড়নবিশ। সেই ক্ষেত্রে দেবেন্দ্র ফের মুখ্যমন্ত্রী হতে পারেন বলে জানা যাচ্ছে। তবে কে মুখ্যমন্ত্রী হবেন তা ঠিক হবে বৃহস্পতিবার মহারাষ্ট্রে বিজেপি, এনসিপি, শিবসেনার জয়ী বিধায়কদের বৈঠকের পর।

Comments :0

Login to leave a comment