চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন বিষাক্ত গোখরো সাপ দেখে আতঙ্ক ছড়ালো জলপাইগুড়ি সুনীতি বালা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে।
খবর দেওয়া হয় ‘গ্রিন জলপাইগুড়ি’ স্বেচ্ছাসেবী সংস্থাকে। মুহূর্তের মধ্যে বিদ্যালয়ে পৌঁছে যান ‘গ্রিন জলপাইগুড়ি’ স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ও সভাপতি বিনোদ আগরওয়াল। উদ্ধার হয় পূর্ণবয়স্ক গোখরো সাপ। সাপটি উদ্ধার হতেই আতঙ্ক মুক্ত হন বিদ্যালয়ের শিক্ষিকা, শিক্ষা কর্মী, ভেনু ইনচার্জ থেকে শুরু করে পুলিশ কর্মীরাও।
অঙ্কুর দাস বলেন, সাপটিকে উদ্ধার করে সবাইকে আতঙ্ক মুক্ত করতে পেরে ভালো লাগছে।
জলপাইগুড়ি সুনীতি বালা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস বলেন, সাপটিকে উদ্ধার করায় আমরা আপাতত আতঙ্কমুক্ত। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ‘গ্রিন জলপাইগুড়ি’ স্বেচ্ছাসেবী সংস্থাকে এবং অঙ্কুর দাসকে।
কাউন্সিল ইনচার্জ গৌতম চক্রবর্তী জানান, সাপ উদ্ধার হওয়ায় আমরা আতঙ্ক মুক্ত। সাপ সম্পর্কে প্রতিটি বিদ্যালয়ে সচেতনতা শিবির করা প্রয়োজন।
Snake in HS examination centre
জলপাইগুড়ির পরীক্ষা কেন্দ্র থেকে বিষাক্ত সাপ উদ্ধার পরিবেশকর্মীদের

×
Comments :0