শিয়ালদহ স্টেশন চত্বরে ভিড় জমাচ্ছেন চাকরি হারারা। সবার মুখে একটাই কথা যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে।
হাবড়ার প্রফুল্ল নগর স্কুলের চাকরিহারা শিক্ষক সাগর মন্ডল বলেন, আমি নিজে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম আমাদের কি হবে, উনি বলেন স্বেচ্ছা শ্রম দিতে হবে। কেন, আমরা পরীক্ষা দিয়ে পাস করেছি। দুর্নীতির দায় সরকারকে নিতে হবে।
SSC protest
শিয়ালদহ থেকে মিছিল শুরুর প্রস্তুতি চাকরি হারাদের

×
Comments :0