বরানগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক হাসপাতালের হোস্টেল থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তৈরি হলো উত্তেজনা। ঘটনার জেরে হাসপাতালের গেট বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে থাকেন হোস্টেলের ছাত্ররা। সূত্রের খবর ডাক্তারি ছাত্র প্রিয়রঞ্জন সিং সোমবার রাতে হোস্টেলের নিজেরঘরে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে হোস্টেলের একজন ছাত্র গোটা বিষয়টি দেখতে পেলে বাকি পড়ুয়াদের খবর দেয়। ঘরের দরজা ভেঙে পড়ুয়ারা দেখে যে ওই ছাত্র গলায় দড়ি দিয়েছেন। ওই অবস্থায় প্রিয়রঞ্জন সিংকে সাগর দত্তমেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতে গেলে রাস্তাব তাঁর মৃত্যু হয়।
হোস্টেলের বাকি পড়ুয়াদের অভিযোগ হাসপাতালে কোনরকম কোন ইমার্জেন্সি ব্যবস্থা নেই, আর সেই কারণেই কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় প্রিয়রঞ্জন সিং এর।
কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে সোমবার রাত থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। ঘটনাস্থলে বরানগর থানার আধিকারিকরা এলে তাদের ঘিরে চলে বিক্ষোভ। তবে কেন কি কারণে প্রিয়রঞ্জন সিং আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।
Comments :0