Supreme Court

সম্ভলে মসজিদ সমীক্ষা স্থগিত রাখতে বললো সুপ্রিম কোর্ট

জাতীয়

শাহী জামা মসজিদ কমিটিকে এলাহাবাদ হাই কোর্টে যাওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। হাই কোর্টের নির্দেশ পর্যন্ত কোনো নতুন নির্দেশ দেওয়া স্থগিত রাখতে বলেছে নিম্ন আদালতকে। নিম্ন আদালতের নির্দেশে গত রবিবার সমীক্ষার নামে মসজিদে ঢোকে বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা ছড়ায়। নিহত হন ৫।
সুপ্রিম কোর্ট শান্তি ও সম্প্রীতি ফেরানোর আহ্বান জানিয়েছে সব পক্ষকে। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, ‘‘শান্তি এবং সম্প্রীতি সুনিশ্চিত করতে হবে। নিরপেক্ষ ভাবে সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি পর্যবেক্ষন করবে। আদালত চায় না যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে।’’
এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই মামলার আবেদন এলাহাবাদ হাই কোর্টে জমা পড়ার তিন দিনের মধ্যে শুরু করতে হবে শুনানি প্রক্রিয়া। হাই কোর্টে শুনানির পর আগামী ৮ জানুয়ারি শাহী জামা মসজিদ সমীক্ষা সম্পর্কিত যেই শুনানি রয়েছে তা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 
সম্প্রতি দুজন সম্ভাল আদালতে মসজিদের সমীক্ষা দাবি করে মামলা দায়ের করে। মামলাকারিদের কথায়, কল্কির মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়। একই দাবি যা শোনা গিয়েছে বাবড়ি মসজিদ, জ্ঞানবাপী এবং কৃষ্ণজন্ম ভূমির ক্ষেত্রে। 
আদালতে সেই আবেদনের ভিত্তিতে সমীক্ষার নির্দেশও দেয়। আদালত রায় দিতেই রবিবার ভোরবেলা থেকে সাত তাড়াতাড়ি নেমে পড়ে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। অভিযোগ মসজিদের ভেতরে ঢুকে সমীক্ষার নামে দেওয়ালে ভাঙচুর করা হতে থাকে। সেই খবর চাউর হতে তীব্র উত্তেজনা ছড়ায়। মসজিদে সমীক্ষা ঘিরে উত্তেজনার জেরে পুলিশের গুলিতে মারা গিয়েছেন ৪ জন। আহত বহু।
উল্লেখ্য, সম্ভালের ঘটনায় প্রায় ২০০০ জনকে অভিযুক্ত করেছে পুলিশ। সাংসদ বর্কের নামও রয়েছে অভিযুক্তের তালিকায়। বিজেপি আবার সমাজবাদী পার্টির সাংসদ বর্ক এবং স্থানীয় বিধায়ক ইকবাল মেহমুদের মধ্যে বিরোধের তত্ত্ব খাড়া করেছে। বলা হচ্ছে, তুর্কি বর্ক এবং পাঠান মেহমুদের মধ্যে বিবাদের জেরে সম্ভালে উত্তেজনা। এই তত্ত্ব সমাজবাদী পার্টি খারিজ করেছে।

Comments :0

Login to leave a comment