Road Accident

পৃথক পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হাওড়ায়

জেলা

পৃথক তিনটি পথ দুর্ঘটনায় হাওড়া গ্রামীণ এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর মৃত্যু হল তিনজনের। প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে উলুবেড়িয়া থানা এলাকার বীরশিবপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর। একটি ব্যাটারি বোঝাই গাড়ি কোলাঘাটের দিক থেকে কোলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় গাড়িটির বাম দিকের সামনের চাকা ফেটে যায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায়। একই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটির পিছনে একটি ডাম্পার ধাক্কা মারে। ডাম্পার সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ডাম্পারের চালক গাড়ির মধ্যে আটকে পড়ে। তার মৃত্যু হয়। পরে গ্যাস কাটার দিয়ে গাড়িচালকের মৃতদেহ উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থলে কোলাঘাটের দিকে যাওয়ার সময় একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ম্যাটাডোর চালকের মৃত্যু হয়। অন্যদিকে, মঙ্গলবার ভোররাতে বাগনান থানা এলাকার কাছারিপাড়ার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভার দিয়ে নামার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। লোহার পাত বোঝাই লরিটি কোলাঘাটের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। লরিটি ডিভাইডারে ধাক্কা মারার ফলে গাড়িতে থাকা লোহার পাত সামনে চলে আসে। লরির সামনের কেবিনটি লোহার পাতের চাপে পুরো দুমড়ে মচড়ে যায়। ঘটনাস্থলেই লোহার পাতে পিষ্ট হয়ে মৃত্যু হয় লরি চালকের। পুলিশ জানিয়েছে, মৃত লরি চালকের নাম সুনীল গোড়ে ( ৩৭)। বাড়ি উত্তরপ্রদেশের আমেদকরনগরে। মৃত ডাম্পার চালকের নাম চন্দ্রদেব কুমার যাদব ( ২৮) বাড়ি বিহারের বরহাটে এবং মৃত ম্যাটাডোর চালকের নাম সাজিত। বাড়ি হুগলীর রিষড়ায়।  পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র গভার্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতনন্তের জন্য পাঠায়। দুর্ঘটনা গুলির ফলে জাতীয় সড়কে সাময়িক যানজটে সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
 

Comments :0

Login to leave a comment