FARMERS PROTEST

৩ বিক্ষোভরত কৃষকের মৃত্যু

জাতীয়

পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে চলমান কৃষক বিক্ষোভে অংশ নেওয়া আরও তিন কৃষকের মৃত্যু হয়েছে। এই জেলার শম্ভুর পঞ্জাব-হরিয়ানা আন্তঃরাজ্য সীমান্তে শিবির করে থাকা তিন প্রতিবাদী কৃষক সোমবার দিল্লি যাওয়ার পথে ট্র্যাক্টর মিছিল নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এই কৃষকদের মধ্যে একজন, লুধিয়ানা জেলার পাখোয়াল ব্লকের খান্ডুর গ্রামের ৭৫ বছর বয়সী বিষাণ সিং ভারতীয় কিষাণ ইউনিয়নের (একতা সিধুপুর) সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৩ই ফেব্রুয়ারি দিল্লি চলো ২.০ শুরু হওয়ার পর থেকে শম্ভুতে থাকতেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন