TIRUPATI

তিরুপতিতে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা সরকারের

জাতীয়

তিরুপতিতে পদপিষ্ট হয়ে মৃত ছয় জনের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করলো অন্ধ্র প্রদেশ সরকার। বুধবার তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৬ জনের। আহত হয়েছেন একাধিক। এই ঘটনা মন্দিরের ভিতর দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এদিন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ঘটনাস্থলে যাবেন বলেও জানা গিয়েছে।
টোকেন সংগ্রহ করা নিয়ে হুড়োহুড়িতেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 
বৈকুণ্ঠ দ্বার দর্শন টোকেন কেন্দ্রের কাছেই এই ঘটনা ঘটেছে। প্রায় ৪ হাজার দর্শনার্থী টোকেন সংগ্রহের জন্য ভিড় করেছিলেন। বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে ১০ জানুয়ারি থেকে বৈকুণ্ঠ দ্বার দর্শন শুরু হচ্ছে। দশ দিন ধরে এই উৎসব চলবে। তার জন্য গোটা দেশ থেকে দর্শনার্থীরা ভিড় করেছেন তিরুপতিতে। টোকেন দেওয়া হবে বৃহস্পতিবার সকাল ৫টা থেকে। চার দিনে প্রায় দেড় লক্ষ লোককে টোকেন দেওয়া হবে। সেই টোকেন সংগ্রহের জন্যেই বুধবার সন্ধ্যা থেকে লাইনে দর্শনার্থীরা। স্থানীয়রা জানিয়েছেন, টোকেনের লাইনে মারপিটকে ঘিরেই হুড়োহুড়ি শুরু হয়। আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পদপিষ্ট হয়ে মল্লিকা নামে এক মহিলা দর্শনার্থীর মৃত্যু হয়েছে। তাঁর স্বামী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমার স্ত্রী ও অন্যরা যখন বৈকুণ্ঠ দ্বার দর্শনের টিকিট সংগ্রহ করতে যান, সেই সময়ে হুড়োহুড়ি এবং পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। সেখানেই স্ত্রীয়ের মৃত্যু হয়েছে। নিহতদের এক জনের বাড়ি তামিলনাডুর সালেমে। ঘটনার খবর পাওয়ার পরে বিশাল পুলিশ বাহিনী আসে। আহতদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত ৬০-৭০ জন একে অপরের উপরে পড়ে যান। স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুল্যান্স চালকদের পাওয়া যাচ্ছিলো না। তার জেরে আহতদের হাসপাতালে পাঠাতে দেরি হয়েছে।

Comments :0

Login to leave a comment