মাত্র ২৪ সেকেন্ডের একটি ভিডিও, দেখলে মনে হবে ওটিটিতে কোন সিনেমার অংশ। না। এই ভিডিও কোন সিনেমার অংশ নয়। এই ভিডিও বাস্তব। দেখা যাচ্ছে হাতে পায়ে শিকল পড়া অবস্থায় লাইন দিয়ে মানুষ হেঁটে যাচ্ছেন। যারা হেঁটে যাচ্ছেন তারা ভারতীয়। আর যারা এই আচরন করছেন ভারতীয়দের প্রতি তারা ট্রাম্প প্রশাসনের কর্তা ব্যাক্তি। গতকাল অমৃতসরে ২০৫ জন ভারতীয়কে নিয়ে মার্কিন সেনার একটা বিমান এসেছে। ট্রাম্প প্রশাসনের দাবি অবৈধ অভিবাসীদের তারা ভারতে পাঠিয়েছেন। আর সেই পাঠানোকে কেন্দ্র করেই যত বিতর্ক। জানা যায় এই ভারতীয়দের সাথে করা হয়েছে অমানবিক ব্যবহার। তাদের হাতরে পায়ে শিকল পড়িয়ে বিমানে তোলা হয়। বিভিন্ন ছবি ভাইরালও হয়। আর এদিন মার্কিন সেনা আধিকারিক মিশেল ব্যাঙ্ক এক্সহ্যান্ডেলে যেই ভিডিও পোস্ট করেছেন তাতে ফুটে উঠেছে এই অমানবিক চিত্রটি।
তার পোস্ট করা ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে শিকল পড়া অবস্থায় একে একে ভারতীয়রা হেঁটে যাচ্ছে। আর এই ভিডিও পোস্ট করে কোন অনুশোচনা দেখা যায়নি এই মার্কিন আধিকারিকদের কথায়। উল্টে বিশ্বের অন্যতম ক্ষমতাবান দেশের আধিকারিক লিখছেন, ‘সফলভাবে অবৈধ এলিয়েনদের ভারতে ফেরানো গিয়েছে। সামরিক পরিবহন ব্যবহার করে এখনও পর্যন্ত সবচেয়ে দূরবর্তী নির্বাসন ফ্লাইট চিহ্নিত করেছে। এই মিশন অভিবাসন আইন প্রয়োগের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে গুরুত্ব দেয়।’
উল্লেখ্য যেই ভারতীয়ের অবৈধ অভিবাসী বলা হচ্ছে তারা কেউ স্বেচ্ছায় অবৈধ ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বসবাস করতে যায়নি। ভারতে পৌঁছে অনেকেই জানিয়েছেন যে তারা বিভিন্ন এজেন্ট বা দালালদের মোটা টাকা দিয়েছিলেন মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্য বা বৈধ অভিবাসীর ছাড়পত্র পাওয়ার জন্য।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই ভারতীয়দের সাথে যেই ব্যবহার করা হয়েছে তা নিয়ে এদিন সংসদে সরব হন বিরোধী সাংসদরা তারা আলোচনার দাবিও জানান। কিন্তু সেই দাবিকে মান্যতা দেওয়া হয়নি। বিরোধী সাংসদরা এদিন সডলোগান তোলেন ভারতীয়রা বন্দী নয়। উল্লেখ্য মার্কিন আধিকারিকের পোস্ট করা ভিডিওতে যেই চিত্র উঠে এসেছে তা দেখেই অনেকেই বলছেন কোন অপরাধী বা বন্দীদের সাথে এই আচরন করা হয় বিভিন্ন ক্ষেত্রে।
Comments :0