Harishchandrapur Attack Resistence

হরিশচন্দ্রপুরে হামলা মন্ত্রীর বাহিনীর, তুমুল প্রতিরোধ গ্রামবাসীদেরও

জেলা

মালদহের হরিশচন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর অঞ্চলে হামলায় প্রতিরোধ গ্রামবাসীদের।

উৎপল মজুমদার
গ্রামের জমি দখলে নিতে গিয়ে বাধার মুখে পড়ল দুষ্কৃতীরা। মালদহের হরিশচন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর অঞ্চলে হামলায় জড়িত এই দুষ্কৃতীরা রাজ্যের মন্ত্রীর অনুগামী বলে অভিযোগ।
শুক্রবার এই হামলা চলে। জনতার প্রতিবাদের জেরে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ।
এই এলাকাই মন্ত্রী তজমুল হোসেনের বাসস্থান। হামলায় দুষ্কৃতীবাহিনী আক্রমণ করেছে মহিলাদেরও। ফেলে মারতে দেখা গিয়েছে গ্রামবাসীদের। প্রতিরোধেও নামেন গ্রামবাসীরাই।
অভিযোগ, পুলিশের সামনেই চলেছে এমন দুর্বৃত্ত হামলা। বাধা দেয়নি পুলিশ। উলটে গ্রেপ্তার করেছে গ্রামবাসীদের। 
মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক তজমূল হোসেন অনুগামী বলে পরিচিত পূজন দাস, সাহেব দাস, দুর্জয় দাসের মতো আরো কিছু দুষ্কৃতী জমি জবরদখল করতে যায়। জমি-মাফিয়ার দৌরাত্ম্যে বাধা দিতে যান গ্রামবাসীরা। 
তৃণমূল মাফিয়াদের এই গুণ্ডাগিরি এবং পুলিশের দলদাসত্বে ছড়িয়েছে তীব্র ক্ষোভ। প্রতিবাদে গ্রামের মহিলাসহ সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে পুলিশ দু’জনকে শনিবার গ্রেপ্তার করতে বাধ্য হয়।

Comments :0

Login to leave a comment