তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তিরাট পঞ্চায়েতের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার গ্রামবাসীরা দল বেঁধে প্রধানের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হন। তৃণমূলেরই একাংশ এই বিক্ষোভকে আবার সমর্থন জানাতে বাধ্য হয়েছে। রানিগঞ্জের বিডিও’র কাছেও অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা।
বৃহস্পতিবার বিক্ষোভে তৃণমূলের পঞ্চায়েত সদস্যও ছিলেন। তিরাট পঞ্চায়েত কার্যালয়ের গেট বন্ধ করে প্রায় দু'ঘণ্টা ধরে চললো বিক্ষোভ। গ্রামবাসীরা পরিষেবা না পাওয়ায় প্রধানের বিরুদ্ধে চললো ‘হায় হায়’ স্লোগানও উঠল। আওয়াজ উঠল, ‘এই প্রধান চাই না।‘
গ্রামবাসীরা রানিগঞ্জ বিডিও'র কাছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। বিডিও দপ্তরে অভিযোগ করায় তিরাট পঞ্চায়েতের প্রধান কার্যালয়ে আসা গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তার প্রতিবাদে হয় বিক্ষোভ। শামিল হন স্থানীয়রাও।
স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত কার্যালয় খোলা হয় মর্জি মাফিক। বহু ক্ষেত্রে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে সাধারণ গ্রামবাসীদের বঞ্চিত করা হচ্ছে। উপভোক্তাদের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও গড়িমসি করছে পঞ্চায়েত।
এই বিক্ষোভ কর্মসূচিতে জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষও পঞ্চায়েতের প্রধানের কার্যালয়ের সামনে বিক্ষোভে শামিল হন। গ্রামবাসীদের একাংশের অভিযোগ তিরাট পঞ্চায়েত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এলাকার উন্নয়নে বিন্দুমাত্র নজর নেই পঞ্চায়েত প্রশাসনের।
Comments :0