Rajya Sabha

ওয়াকফ বিল নিয়ে হট্টগোল রাজ্যসভায়, ওয়াক আউট বিরোধীদের

জাতীয়

ওয়াকফ বিল নিয়ে তুলকালাম রাজ্যসভায়। এদিন ওয়াকফ বিল নিয়ে আলোচনা শুরু হওয়ার সাথে সাথে শুরু হয় হইহট্টগোল। বিরোধীদের দাবি যৌথ সংসদীয় কমিটিতে তাদের এই প্রস্তাব ছিল বিলের ওপরে তার বাদ দেওয়া হয়েছে। সরকার পক্ষের থেকে দাবি করা হয় যে বিরোধীদের কোন প্রস্তাব বাদ দেওয়া হয়নি। তাদের প্রস্তাব বাদ দিয়েই রিপোর্ট জমা দেওয়া হয়েছে সংসদে।
বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘‘ওয়াকফের যেই প্রস্তাবিত আইন যৌথ সংসদীয় কমিটিতে আলোচনা করা হয়েছে তাতে বিরোধী সাংসদরা যেই সংশোধনি জমা দিয়েছিলেন তা বাদ দেওয়া হয়েছে। সরকারের এই মনোভাব অগণতান্ত্রিক।’’
পাল্টা সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন যে, বিরোধী দলনেতা ভুল তথ্য দিচ্ছেন সংসদে। তিনি দাবি করেন যৌথ সংসদীয় কমিটি সমস্ত নিয়ম মেনে কাজ করেছে। কোন নিয়ম তারা অমান্য করেনি।
উল্লেখ্য ওয়াকফ বিল প্রসঙ্গে বিভিন্ন অংশ বলেছে যে চালু আইনেই ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। তার বদলে মোদী সরকারের বিল চাইছে এমন আইন যেখানে ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের সরকারের জিম্মায় চলে যেতে পারে। যারা ওয়াকফ সম্পত্তি বেদখল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগ্রহ নেই। দখলদারি চাপিয়ে ধর্মীয় মেরুকরণে বাতাস দিতে আগ্রহী মোদী সরকার।
এই বিল নিয়ে সংসদে যেমন বিতর্ক হয়েছে তেমনই বার বার উত্তপ্ত হয়েছে যৌথ সংসদীয় কমিটির বৈঠক। বিরোধীরা দাবি করেন গণতান্ত্রিক উপায় মেনে তাদের কমিটিতে আলোচনা করতে দেওয়া হচ্ছে না।
এদিন রাজ্যসভা থেকে বিরোধীতা ওয়াক আউট করার পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা বলেন, বিরোধীরা ওয়াকফ বিল নিয়ে আলোচনা করতে চায় না। তারা এটা নিয়ে রাজনীতি করতে চাইছে।

Comments :0

Login to leave a comment