জন্মদিনের পার্টিতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ হরিদেবপুর অঞ্চলে। হরিদেবপুর থানায় দায় হয়েছে অভিযোগও। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার জন্মদিনের পার্টির নাম করে নির্যাতিতাকে তার এক বন্ধু অপর একজনের বাড়ি নিয়ে যায় রিজেন্ট পার্ক অঞ্চলে। সেখানেই শুক্রবার রাতে তাকে ধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তরুণী। এই ঘটনায় অভিযুক্ত দেবাংশু বিশ্বাস এবং চন্দন মল্লিক। দেবাংশুর ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। দেবাংশু পেশায় সরকারি কর্মচারি।
যেই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরুণী তাদের দুজন শনিবার থেকে পলাতক বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তদের খোঁজে তল্লাসি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
Crime
হরিদেবপুরে ধর্ষণের শিকার তরুণী

×
মন্তব্যসমূহ :0